টার্মস অ্যান্ড কন্ডিশন


এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের সকল শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন। AL BARIK BD যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।

১. পণ্যের তথ্য ও মূল্য

  • আমরা সর্বোচ্চ চেষ্টা করি সঠিক তথ্য ও দামের নিশ্চয়তা দিতে, তবে অনিচ্ছাকৃত কোনো ভুল বা ত্রুটি ঘটলে AL BARIK BD তার দায়ভার বহন করবে না।
  • মূল্য ও প্রাপ্যতা যেকোনো সময় পরিবর্তন হতে পারে পূর্ব ঘোষণা ছাড়াই।

২. অর্ডার ও কনফার্মেশন

  • অর্ডার করার পর আমাদের পক্ষ থেকে কনফার্মেশন কল বা মেসেজ পেলে অর্ডারটি চূড়ান্ত ধরা হবে।
  • যেকোনো কারণবশত আমরা কোনো অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করি।

৩. ডেলিভারি

  • আমরা সাধারণত অর্ডার কনফার্মেশনের ২-৫ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি করি।
  • কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে ডেলিভারিতে দেরি হতে পারে।

৪. রিটার্ন ও রিফান্ড

  • AL BARIK BD একটি ৭ দিনের রিটার্ন পলিসি অনুসরণ করে। বিস্তারিত রিটার্ন পলিসি পেজে দেখুন।
  • রিফান্ড শুধুমাত্র নির্দিষ্ট শর্ত পূরণ হলে প্রযোজ্য।

৫. একাউন্ট ও নিরাপত্তা

  • গ্রাহক নিজ একাউন্টের তথ্য গোপন রাখতে বাধ্য এবং একাউন্টে কোনো অননুমোদিত প্রবেশ হলে AL BARIK BD দায়ী থাকবে না।

৬. বাধ্যবাধকতা ও সীমাবদ্ধতা

  • ওয়েবসাইটে কোনো অবৈধ কার্যকলাপ, কপি-পেস্ট, বিকৃতি বা চুরি করা কনটেন্ট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
  • আমাদের ওয়েবসাইটের যেকোনো কনটেন্ট AL BARIK BD-এর অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

৭. যোগাযোগ

যেকোনো প্রশ্ন বা অভিযোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:

হেল্পলাইন: ০১৭৫০৭৮৪৬৪১
ইমেইল: support@albarikbd.com
WhatsApp-এ যোগাযোগ করুন

আপনার বিশ্বাস ও আস্থার জন্য ধন্যবাদ। আমরা সর্বদা চেষ্টা করি সেরা মানের সেবা দিতে।